কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিজেদের যাত্রী বিমান বিধ্বস্ত করেছিল ইরান। ইরানের এমন কর্মকাণ্ড বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।
একই ভুল আবার করেছে ইরান। তবে এবার যাত্রীবাহী বিমানে নয়, নিজেদের জাহাজে মিসাইল ছুড়েছে দেশটি। এতে ২০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পারস্য উপসাগরে রবিবারের এই ঘটনাকে ‘মানবসৃষ্ট ভুল’ বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। তবু গোটা বিষয়টি তদন্ত করা হবে।
জানা যায়, জামারান থেকে ছোড়া সি-৮০২ নুর মিসাইল হঠাৎ অন্য একটি জাহাজের ওপর আঘাত হানে। ইরানি নেভিবহরে যুক্ত হওয়া নতুন ওই জাহাজে ৩০ থেকে ৪০ জন সদস্য ছিলেন।
পারস্য উপসাগরে আমেরিকার সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে এই ঘটনা ইরানকে আরও চিন্তিত করবে বলে ধারণা করা হচ্ছে।
গত মাসে দুই দেশের নৌবাহিনীর মধ্যে প্রায় যুদ্ধ লেগে যায়। পরে আমেরিকা বিবৃতিতে জানায়, ইরান তাদের ‘হয়রানি’ করেছে।