করোনাভাইরাসের মহামারির কারণে আসন্ন ঈদুল ফিতরের আগের দিন থেকে মোট পাঁচদিন কারফিউ ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার।
মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, রমজান মাসের শেষে আগামী ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত পুরো সৌদি আরব জুড়ে এ কারফিউ বলবৎ থাকবে।
গত ২ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল। প্রাথমিকভাবে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারির পর তা বাড়ানো হয়েছিল।
রমজান মাসের শুরুতে তা শিথিল করা হয়। গত ২৩ মার্চ ২১ দিনের কারফিউ জারি করে দেশটির সরকার।
তবে করোনাভাইরাসের প্রকোপ বেশি এমন এলাকাগুলো পূর্ণ লকডাউনেই রাখা হয়েছিল। এরপর করোনার প্রাদুর্ভাব না কমায় ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে এর মেয়াদ।