দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ হাজার ৮৬৩ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৮৩৭ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩ জন।
আজ বুধবার (১৩ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ হবার পথে। সারা বিশ্বে মোট মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার ২১০ জন। এছাড়া এই ভাইরাস ৪৪ লাখেরও বেশি মানুষের দেহে সংক্রমিত হয়েছে।
যুক্তরাষ্ট্রেই ৮৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। সেখানে আক্রান্ত ১৪ লাখ। এছাড়া মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ৩৩ হাজার ১৮৬, ইতালিতে ৩১ হাজার ১১০, স্পেনে ২৭ হাজার ১০৪ জন।
এছাড়াও ফ্রান্সে ২৭ হাজার ৪৭, ব্রাজিলে ১৩ হাজার ২১০, বেলজিয়ামে ৮ হাজার ৮৭৩, জার্মানিতে ৭ হাজার ৮৬১, ইরানে ৬ হাজার ৭৮৩, ও কানাডায় মারা গেছে ৫ হাজার ৩০২ জন।
এপ্রিলের শেষ পর্যন্ত ইউরোপ-আমেরিকার দেশগুলোতেই সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিলেও করোনাভাইরাস তার আগ্রাসী রুপ দেখাতে শুরু করেছে এশিয়ায়।
ভারতে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ২ হাজার ৫৫১ জন মানুষ। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোতে।