একদিনে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আক্রান্ত লাখ ছুঁইছুঁই


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনা। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এ ভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৪৭ হাজার ৯৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৬৫৮ জন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ দাঁড়াল ২৫ লাখ ৫২ হাজার ৭০৮ জন। মোট মারা গেল এক লাখ ২৭ হাজার ৬৩৫ জন।

এছাড়া দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেও এর ভয়াবহতা চোখে পড়ার মতো। দেশটিতে গত ২৪ ঘণ্টায় -৪৬ হাজার ৯০৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মারা গেছে হাজারের অধিক। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৮০ হাজার ৫৪ জন। মোট মারা গেছেন ৫৬ হাজার ১০৯ জন।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আর সামনের দিনগুলোতে রাজ্যগুলোতে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ আপডেট (২৭ জুন সকাল পৌন ৭টা পর্যন্ত) বলছে, নতুন করে বেশি সংক্রমণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই অবস্থান করছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১৮ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৪৪৬ জন। আর মারা গেছে ১৫ হাজার ৬৮৯ জন।

এছাড়া যুক্তরাজ্যে ১ হাজার ৩৮০, পেরুতে ৩ হাজার ৭৬২, চিলিতে ৪ হাজার ২৯৬, ইরানে ২ হাজার ৬২৪, মেক্সিকো ৬ হাজার ১০৪, পাকিস্তানে ২ হাজার ৭৭৫, সৌদি আরবে ৩ হাজার ৯৩৮ ও কলম্বিয়ায় ৩ হাজার ৮৪৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

মোট সংক্রমণের দিক দিয়ে তিন নম্বরে অবস্থান করছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২০ হাজার ৭৯৪ জন।