একনেকে আটটি প্রকল্পের অনুমোদন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


জাতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১০ হাজার ১০২ কোটি ৩ লাখ টাকা ব্যয়ের আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিষয়টি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সংবাদকর্মীদের জানান। ও সময় তিনি বলেন, অনুমোদিত প্রকল্পে সরকারের নিজস্ব তহবিল থেকে (জিওবি) ১০ হাজার ৬৮ কোটি ৯০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩ কোটি ১৩ লাখ টাকা জোগান দেয়া হবে।

একনেক অনুমোদিত প্রকল্পসমূহ হলো- ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নসহ নর্দমা ও ফুটপাথ নির্মাণ দ্বিতীয় সংশোধিত’ প্রকল্প, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়ন (ফেজ-১)’প্রকল্প।

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্প, ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্প, ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্প, ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্প, ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প (২য় পর্যায়)’ প্রকল্প এবং ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন রংপুর জোন’ প্রকল্প।