পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ডিম আমদানির ঘোষণা এসেছিল বহু আগে। কিন্তু এখনো আমদানিকৃত ডিম বাজারে আসেনি।টিসিবিকে জীবিত রেখে শক্তিশালী করার মাধ্যমে বাজার পরিস্থিতি সামাল দিতে হবে।
শনিবার ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সদিচ্ছা নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
এম এ মান্নান বলেন, কিছু অসাধু ব্যবসায়ীদের কৌশল আছে, যা প্রায়ই পণ্যমূল্য বাড়িয়ে দেয়। পণ্য পরিবহণে পথে পথে চাঁদাবাজি থাকলেও আগের চেয়ে কম। পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানি করতে হবে। চাহিদা মোতাবেক পণ্য আমদানিতে আমলাতন্ত্রিকতা করা যাবে না।
আরও পড়ুনঃ গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২৫৬ ফিলিস্তিনি নিহত
তিনি বলেন, দেশে উঠতি প্রবৃদ্ধির কারণে দাম বেড়েছে, মানুষের আয়ও বেড়েছে। মানুষের আয় বাড়লে মানুষ তার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করতে চাই। অনেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে না গিয়ে বিভিন্ন প্রাইভেট মেডিকেলে যেতে চায়। মানুষের আকাঙ্ক্ষার কারণেই দাম বেড়েছে।
তিনি বলেন, আমরা প্রবৃদ্ধির প্রাথমিক বা মধ্য পর্যায়ে আছি। প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভোক্তা সৃষ্টি হচ্ছে। মানুষের আয় বাড়ছে। জোগান থেকে মানুষের চাহিদা বাড়ছে। বাজারে মিস ম্যাচ হচ্ছে। এমনটি আমেরিকায় ও সুইজারল্যান্ডে হচ্ছে। কিন্তু তাদের বাজারটা অনেক গভীর। আমাদের নবীন অর্থনীতি। একটি কিশোর ছেলের যেমন চঞ্চলতা থাকে, ঠিক তেমনি আমাদের অর্থনীতিটা, চঞ্চল অর্থনীতি।