করোনার গুজব ছড়ালেই জরিমানা ২ কোটি টাকা!


amirat#paperslife


করোনাভাইরাস নিয়ে গুজব ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। করোনা নিয়ে কেউ যদি গুজব ছড়ায় তাহলে তাকে সোয়া ২ কোটি টাকা পর্যন্ত জরিমানা করবে দেশটি।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যে ব্যক্তি করোনাভাইরাস নিয়ে কোনো মিথ্যা সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রচার করবে, যারা প্রপাগান্ডা ছড়াবে,তাদের ১ লাখ থেকে ১০ লাখ রিয়াল (২ লাখ ৩০ হাজার থেকে ২ কোটি ৩০ লাখ টাকা) পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়াও তাদের এক বছর থেকে ৫ বছরের জেল দেওয়া হবে। এমনকি জেল ও জরিমানা উভয় শাস্তিও দেওয়া হতে পারে।

সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, ঈদের আগ পর্যন্ত সৌদিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা যাবে। তবে পবিত্র মক্কা নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৩০ জন। মৃত্যু হয়েছে ২৭৩ জন।