করোনার মাঝেই ইরানের রাজধানী তেহরান ও এর আশপাশের শহরগুলোতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
এএফপির খবরে বলা হয়েছে, ভূমিকম্পে কেঁপে ওঠে শহরের ঘরবাড়ি। এতে তেহরানের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেকে বাসাবাড়ি ছেড়ে সড়কসহ খোলা স্থানে আশ্রয় নেন।
ভূমিকম্পে জানমালের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে তেহরান ও দামাভান্দ শহরে তড়িঘড়ি করে ঘর থেকে বের হতে গিয়ে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব তেহরান থেকে ৫৫ কিলোমিটার দূরে। ৫ দশমিক ১ মাত্রায় আঘাত হানার আগে ২ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে তেহরান কেঁপে ওঠে এবং এর পর আরও অন্তত ১৬ বার ভূ-কম্পন অনুভূত হয়।
ইউএসজিএস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূ-কম্পের মূল অবস্থান ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল ইরানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সক্রিয় আগ্নেয়গিরি দামাভান্দের দক্ষিণে।