করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরায় প্রথম মৃত্যু


সাতক্ষীরা, Satkhira District #paperslife


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা জেলায় প্রথম মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতের নাম অনিল বিশ্বাস (৭০)। তার বাড়ি দেবহাটার রত্নেশ্বরপুর এলাকায়।

এরমধ্য দিয়ে এতদিন করোনায় মৃত্যুহীন থাকা সাতক্ষীরা জেলাও মৃত্যুর তালিকাভুক্ত হল।

জানা যায়, গত ২২ জুন বিকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ঐ দিন রাতে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ২৩ জুন বেলা ১১টার দিকে তিনি মারা যান।

স্বাস্থ্য বিধি অনুসরণ করে তার মরদেহের সৎকার করা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। সাতক্ষীরা দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।