করোনায় যুক্তরাজ্যের বৃদ্ধাশ্রমে ২০ হাজার প্রাণহানি


juktorazzo#paperslife


প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি রুপ নিয়েছে সারা বিশ্বজুড়ে। এখন পর্যন্ত এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১২টি দেশে। প্রতিদিনই বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

কোভিড-১৯ সংক্রমনে যুক্তরাজ্যের বিভিন্ন বৃদ্ধাশ্রমে মারা গেছেন কমপক্ষে ২০ হাজার জন। জানা যায়,  ১ মে পর্যন্ত আট সপ্তাহে ইংল্যান্ড আর ওয়েলসে হয়েছে এসব মৃত্যু।

এসময়ে বৃদ্ধাশ্রমগুলোতে অন্যান্য সব রোগ বা বার্ধক্যজনিত কারণ মিলিয়ে প্রাণহানির সংখ্যা ছিল ৩৭ হাজার ৬২৭। সরকারি তথ্য  বিশ্লেষণ করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ হাজার ৬৯২ জন। আক্রান্ত ছাড়িয়েছে ২ লাখ ২৬ হাজার।