করোনা চিকিৎসার নামে প্রতারণা, কবিরাজ আটক


গাইবান্ধা, Gaibandha District #paperslife


গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাস প্রতিরোধে আবিষ্কার হয়নি প্রতিষেধক বা কোনো ওষুধ। এই পরিস্থিতিতে প্রতারণা কাজ করছে সুযোগ সন্ধানী কিছু অসাধু ব্যক্তি।

তেমনই একজনকে আটক করা হয়েছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। জানা যায়, করোনা চিকিৎসা দেয়ার নামে মোটা অংকের টাকা দাবি করে প্রতারণা করে তান্ত্রিক কবিরাজ আগুর বেপারী।

প্রতারণার অভিযোগে আটককে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর (মুন্সিপাড়া) গ্রাম থেকে তাকে এলাকাবাসী আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

জানা যায়, উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে মাসুম মিয়া (২৫) সম্প্রতি জন্ডিস রোগে আক্রান্ত হন। এই জন্ডিস রোগের চিকিৎসার জন্য তিনি গত বুধবার সন্ধ্যায় তান্ত্রিক কবিরাজ আগুর বেপারীর বাড়ী যান। আগুর কবিরাজ তাকে দেখার পর জানান জন্ডিস নয় তার করোনা হয়েছে।

এই করোনা থেকে ভালো হতে ২৫ হাজার টাকা খরচ হবে। মাসুম মিয়া তাতে রাজী হয়ে করোনা চিকিৎসার জন্য কবিরাজকে অগ্রীম ৩ হাজার টাকা দেন। কবিরাজ তখন তাকে দু’টি ডাল খাবার জন্য দেন এবং বলেন এই ডাল দু’টি খেলে তোমার করোনা ভাইরাস ভালো হয়ে যাবে।

মাসুম মিয়া এক পর্যায়ে বুঝতে পারেন কবিরাজ তার সাথে প্রতারণা করছেন। তখন তিনি কবিরাজের বাড়ী থেকে চলে আসার চেষ্টা করেন। কিন্তু কবিরাজ তাকে বাকী টাকা প্রদান না করা পর্যন্ত বাড়ী ফিরতে বাধা দেন।

কবিরাজ তাকে জানান,বাকী টাকা প্রদান না করলে করোনাভাইরাস হওয়ার কথা ফাঁস করে পুলিশে ধরিয়ে দেব। এছাড়া আমার বাধ্যগত জ্বীন-পরী দিয়ে তোমার বিরাট ক্ষতি সাধন করব। এসময় মাসুম ভয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার এবং কবিরাজকে আটক করে।