চলমান করোনা পরিস্থিতিতে মধ্যেই পবিত্র রমজানে রোজা রাখছেন মানুষ। বর্তমান অবস্থার মধ্যেই এবার কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করতে মসজিদের দরজা খুলে দিলেন ভারতের কলকাতার এক ইমাম।
ঘটনাটি ঘটেছে কলকাতার জামিয়া মসজিদ গাউসিয়ায়। যা স্থানীয় বাসিন্দাদের কাছে বেশি পরিচিত বেংগলি বাজার মসজিদ নামে।
জানা গেছে করোনা পরিস্থিতির কারণে এখানকার নিয়োজিত ইমাম মৌলানা ক্বারি মহম্মদ মুসলিম রাজউই কলকাতা পুরসভার কাছে মসজিদটি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন।
এমতাবস্থায় মসজিদের প্রায় ৬,০০০ বর্গফুট এলাকা নিয়ে তৈরি পুরো চতুর্থ তলাটি কোয়ারেন্টাইন সেন্টারের জন্য দিতে চেয়েছেন তিনি।
সেইসাথে স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়েই মসজিদটিতে কোয়ারেন্টাইন সেন্টার করার প্রস্তাব দিয়েছেন বলে জানান তিনি।
এছাড়াও আরও বেশি জায়গার প্রয়োজন হলে সেই ব্যবস্থাও করে দেবেন বলে জানিয়েছেন এই ইমাম।