গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে।দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন।
একই সময় আরও ২ হাজার ৯০৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।এ নিয়ে দেশে ২ লাখ ৬০ হাজার ৫০৭ জনের করোনা শনাক্ত হলো।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন।
গতকাল রোববার ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল। একই সময় মারা যান ৩৪ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৮৪টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৪৯টি নমুনা। আগের দিন ১০ হাজার ৭৫৯টি নমুনা পরীক্ষা করা হয়।