কুড়িগ্রামের উলিপুরে আম গাছ থেকে পড়ে মাসুম মিয়া (১২) নামের এক ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার সকালে উপজেলার পান্ডুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম মিয়া ছোট বেলা থেকে উপজেলার পান্ডুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের নানা বাচ্চু মিয়ার বাড়িতে থেকে লেখাপড়া করতো।
রোববার সকাল ১১টার দিকে আম পাড়তে গাছে উঠলে ডাল ভেঙ্গে সে মাটিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মাসুম আপুয়ার খাতা নেছারীয়া আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বটতলি গ্রামের আল আমিনের পুত্র।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার