নেদারল্যান্ডে একটি ‘সিক্রেট রুম’ থেকে নগদ একশ ১৪ কোটি ৮১ লাখ দুই হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ইনদোভেন শহরে একটি গোপন কক্ষ থেকে ১২ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো উদ্ধার করা হয়। ৯নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে।
নেদারল্যান্ড পুলিশ জানিয়েছে, সে দেশে কোন স্থান থেকে নগদ অর্থ উদ্ধারের পরিমাণের সর্বোচ্চ রেকর্ড এটি।
অর্থ পাচারের অভিযোগে সেই ভবন থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। যে নোটগুলো জব্দ করা হয়েছে, সেগুলো পাঁচ থেকে শুরু করে পাঁচশ ইউরোর। যার মোট ওজন ২৫৫ কিলোগ্রাম।
সেখান থেকে বড় আকারের অনেকগুলো শপিংব্যাগে টাকাগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশের ধারণা, সংঘবদ্ধভাবে বেশ কিছু অপরাধের মাধ্যমে ওই অর্থ সেখানে জমা রাখা সম্ভব হয়েছে।
তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চায় না পুলিশ।
সূত্র : এএফপি