ভারতে মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কারমাডের কাছে। জানা যায়, নিহত ওই ১৭ শ্রমিক রেললাইনে ঘুমিয়ে পড়েছিলেন। তবে সেই ঘুমই যে তাদের জন্য চিরনিদ্রা হয়ে উঠবে, তা তারা ঘুনাক্ষরেও ভাবতে পারেনি।
এ বিষয়ে দেশটির দক্ষিণ-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি হয়েছে। খালি পেট্রোলিয়াম ওয়াগনের চালক সাথে সাথেই রেল কর্তৃপক্ষকে খবর দেন।
আরপিএফের সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঔরঙ্গাবাদের পুলিশ সুপার মোকশাদা পাতিল জানিয়েছেন, ১৬ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। একজন গুরুতরভাবে আহত হয়েছে। বাকি যে চারজন প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁদের কাউন্সেলিং করা হচ্ছে যাতে দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানতে পারি।’
শ্রমিকরা জালনার একটি স্টিল কারখানায় কাজ করতেন বলে রেলের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ তাঁরা জালনা থেকে মধ্যপ্রদেশে নিজেদের বাড়ির দিকে রওনা দেন।
বদনাপুর পর্যন্ত তাঁরা রাস্তা ধরে হাঁটতে থাকেন। তারপর ঔরঙ্গাবাদের দিকে লাইন ধরে হাঁটতে থাকেন। ৩৬ কিলোমিটার মতো হাঁটার পর তাঁরা ক্লান্ত হয়ে পড়েন। বিশ্রাম নেওয়ার জন্য রেললাইনে বসেন। তারপর ঘুমিয়ে পড়েন।
রেল মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আজ সকালের দিকে কয়েকজন শ্রমিককে রেললাইনে দেখে চালক মালগাড়ি থামানোর চেষ্টা করেন। কিন্তু শেষপর্যন্ত পারভানি-মানমাড শাখার বদনাপুর এবং কারমাড স্টেশনের মাঝে শ্রমিকদের ধাক্কা মারে মালগাড়িটি।