চিকিৎসকদের ১ টাকায় ৩০ জিবি ডাটা দিবে গ্রামীণফোন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


দেশের চলমান করোনা পরিস্থিতিতে ১০০ কোটি টাকার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন। সেইসাথে দেশের প্রায় ২৫ হাজার চিকিৎসককে ৬ মাস মেয়াদি ১ টাকায় নগদ ৩০ জিবি ইন্টারনেট ডাটা দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০ কোটি টাকার ঋণ সহায়তার ঘোষণাও দেয় গ্রামীণফোন।

আজ শুক্রবার (৮ মে) দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।

এসময় তিনি আরও জানান, গত এপ্রিলে রিচার্জ করতে সমস্যায় পড়েছেন এমন এক কোটি গ্রাহককে দশ কোটি মিনিট ফ্রি টকটাইম দিচ্ছে গ্রামীণফোন।

এছাড়া গ্রামীণের সব গ্রাহক সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সর্বনিম্ন ৪৮ পয়সায় যে কোন অপারেটরে কথা বলতে পারবেন। ইন্টারনেটের চাহিদার কথা মাথায় রেখে সব গ্রাহককে মাইজিপি অ্যাপে সাপ্তাহিক প্যাকেজে ১০০ ভাগ বোনাস দেয়া হচ্ছে।