করোনা সংকটে এ পর্যন্ত ১৫০ দেশে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে চীন। তার পাশাপাশি ৬৪ দেশে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে তুরস্ক।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ পর্যন্ত ১৫০ দেশে চিকিৎসা সরঞ্জাম সহায়তা হিসেবে পাঠিয়েছে চীন। এর পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিতে ৭৬ দেশ, বেশকিছু অঞ্চল এবং ছয়টি আন্তর্জাতিক সংস্থাকে ২৬.৬ বিলিয়ন মাস্ক, ১৩০ মিলিয়ন গাউন, ৪৮ হাজার ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সামগ্রী রপ্তানি করা হয়।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসোগলু বলেন, বিশ্বের ১২৮ দেশ করোনার মেডিক্যাল সরঞ্জামের দেয়ার জন্য আমাদের অনুরোধ জানিয়েছে। এর মধ্যে অর্ধেক দেশের চাহিদা আমরা মেটাতে পেরেছি। বিশ্বের প্রায় ৬৪ দেশ তুরস্কের মেডিক্যাল সরঞ্জাম পেয়েছে।
যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল, জার্মানি, যুক্তরাজ্যসহ ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে অব্যাহতভাবে করোনা সরঞ্জাম পাঠিয়ে যাচ্ছে তুরস্ক।
পাঠানো চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে টেস্টিং কিট, ফেস মাস্ক, হাজমট স্যুট, গ্লোবস, প্রটেকটিভ এবং পিসিআর টেস্টিং ডিভাইসসহ আরো বিভিন্ন সরঞ্জাম। এসব সামগ্রী কোথাও সহায়তা বাবাদ কোথাও বাণিজ্যিক ভিত্তিতে পাঠানো হয়।