আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের ত্রিমুখী সংঘর্ষের মধ্যে তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে ঢাকা কলেজ।
আজ রোববার বিকেলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ছুটি ঘোষণা করা হয়। অনিবার্য কারণ দেখিয়ে একদিন, শুভ দোলযাত্রা ও পবিত্র শবে বরাত উপলক্ষে দুদিনসহ মোট তিন দিনের ছুটি ঘোষণা করেছে কলেজ প্রশাসন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ‘অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ কলেজের ক্লাসসমূহ স্থগিত থাকবে। এছাড়াও শুভ দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ এবং পবিত্র শবে বরাত উপলক্ষে ৮ মার্চও কলেজের সব ক্লাস স্থগিত থাকবে।’
একই সঙ্গে ৬ ও ৭ মার্চ অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচি প্রকাশ করা সাত কলেজের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। তবে ঢাকা কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে—বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ দুপুর ১টার দিকে আইডিয়াল কলেজের সামনে থেকে এই সংঘর্ষের শুরু হয়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কয়েকটি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে।
এদিকে আজ রোববার সায়েন্স ল্যাব এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এমন ঘটনার দিনে বিস্ফোরণস্থলের কাছেই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করে। এ ঘটনার জেরে ওই দিন আইডিয়াল কলেজের সামনে এসে নামফলক খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা।