টানা তৃতীয় দিনের মতো গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ পেরিয়েছে। শনিবার ই সংখ্যাটা ছিল ২ লাখ ১২ হাজার ৩২৬ জন।
ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বিশ্বে মোট ২ লাখ ৮ হাজার ৮৮৪ জন শনাক্ত হয়। এরপর গত শুক্রবার এই সংখ্যাটা ছিল ২ লাখ ৯ হাজার ২৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে। যুক্তরাষ্ট্রে এযাবৎকালে সর্বোচ্চ ৫৫ হাজার এবং একইসঙ্গে ভারতেও প্রাদুর্ভাব শুরুর পর শনিবার একদিনে সর্বোচ্চ ২২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া দৈনিক মৃত্যুর সংখ্যা রয়েছে ৫ হাজারের নিচে।
শুক্রবারই বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়িয়ে যায়। সবশেষ এই সংখ্যাটা এক কোটি ১৩ লাখ ছাড়িয়েছে। এছাড়া গত ছয় মাসের বেশি সময়ে বিশ্বের প্রায় সব দেশ অঞ্চলে বিস্তার ঘটানো করোনাভাইরাস কেড়ে নিয়েছে ৫ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের প্রাণ।
করোনায় আক্রান্ত দেশগুলোর তালিকায় প্রায় ২৯ লাখ কোভিড-১৯ পজিটিভ নিয়ে যুক্তরাষ্ট্র রয়েছে সবার উপরে। এরপরই রয়েছে ব্রাজিল ও রাশিয়া। ব্রাজিলে বিস্তার আশঙ্কাজনক হারে ছড়ালেও রাশিয়ায় বর্তমানে সংক্রমণের সংখ্যা কম। তবে তালিকায় চতুর্থ স্থানে থাকলেও পাল্লা দিয়ে রোগী ও মৃত্যু বাড়ছে ভারতে।