করোনার মহামারিতে বিপর্যস্ত দেশ স্পেনে ২৪ ঘণ্টায় মারা গেছেন একশ ২৩ জন। গত ১৮ মার্চের পর সর্বনিম্ন সংখ্যক মানুষ মারা গেছেন সোমবার।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২৬ হাজার সাতশ ৪৪ জন মানুষ মারা গেছে।
এছাড়া দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৮ হাজার একশ ৪৩ জন। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন হাজার চারশ ৮০ জন। করোনাযুদ্ধ জয় করে বাড়ি ফিরেছেন দেশটির এক লাখ ৭৭ হাজার আটশ ৪৬ জন মানুষ।
করোনা ঠেকাতে গত দু’মাস ধরে লকডাউনে ছিল স্পেন। করোনার এই দুঃসময়ে অর্থনীতির চাকা সচল রাখতে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি হয়।
আঞ্চলিক নেতারা স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে যাওয়ার জন্যও চাপ দিচ্ছিলেন সরকারকে। করোনার সংক্রমণও কমতে শুরু করে। তাই লকডাউন শিথিল কারার পথেই হাঁটছেন তিনি।
ধীরে ধীরে চলাচলের ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। তবে মাদ্রিদ এবং বার্সেলোনায় থাকছেই লকডাউন।
সূত্র: ব্লুমবার্গ।