সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে একথা জানানো হয়,
প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজধানী ঢাকার ৩ জন এবং ১০ জন ঢাকার বাইরের।
আরও পড়ুনঃ “দেশবাসীর ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৪২৫ জনের মধ্যে ঢাকায় ৫৭৯ এবং ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ৮৪৬ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২০৪ জনে।
বর্তমানে মোট ৮ হাজার ৬৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৬৯০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৯৯৭জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ২১ হাজার ৪৩৫ জন।