সারাবিশ্বে করোনা সংক্রমণের মধ্যেই লন্ডনে আটকেপড়া ১১৪ বাংলাদেশি আজ ঢাকা ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সোমবার (১১ মে) সকাল পৌনে ১০টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
জানা গেছে ফেরত বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছিলেন।
লন্ডনে বাংলাদেশে হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া করা ওই বিশেষ বিমানটি রোববার স্থানীয় সময় রাত পৌনে ৮টায় হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদ মুনা তাসনীম বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান।
প্রথমদিকে দুই শতাধিক বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করলেও শেষ মুহূর্তে অনেকে ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে অনেকেই বুকিং বাতিল করেন।