দেশে গতকাল শুক্রবার পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থতার হার ৪০ দশমিক ৭২ শতাংশ। আক্রান্তদের মধ্যে মোট সুস্থদের ৬০ দশমিক ১১ শতাংশই ঢাকা মহানগরের।
দেশে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে প্রথম তিনজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। গতকাল পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। গতকাল দুপুর পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরে ৩৫ হাজার ২৮৩, ঢাকা বিভাগে ৭ হাজার ২৩৮, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ১৪৩, চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ৭৯৩, রাজশাহী বিভাগে ৮৮৭, রংপুর বিভাগে ১ হাজার ৩৫১, খুলনা বিভাগে ৮৩৮, বরিশাল বিভাগে ৬৫৬ ও সিলেট বিভাগে ৯৪৪ জন। সুস্থদের ৬০ দশমিক ১১ শতাংশই ঢাকা মহানগরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনায় আক্রান্ত হয়েছে মারা গেছেন ১ হাজার ৬৬১ জন। এর মধ্যে ঢাকা মহানগরে ৪০০, ঢাকা বিভাগে ৪৬২, ময়মনসিংহ বিভাগে ৪৬, চট্টগ্রাম বিভাগে ৪৬৪, রাজশাহী বিভাগে ৬৯, রংপুর বিভাগে ৪৭, খুলনা বিভাগে ৫৪, বরিশাল বিভাগে ৫৭ ও সিলেট বিভাগে ৬২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে ৬৬টি ল্যাবরেটরিতে করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হচ্ছে। এসব ল্যাবে গতকাল দুপুর পর্যন্ত ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ১৮ দশমিক ৭২ শতাংশ আক্রান্ত পাওয়া গেছে। নমুনার বিপরীতে শনাক্তের হার ১৮.৭২ শতাংশ।
দেশে গতকাল দুপুরের আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬৮ জন। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৬ জন। এর ঢাকা মহানগরে ২৩৬, ঢাকা বিভাগে ২৫, ময়মনসিংহ বিভাগে ৩১, চট্টগ্রাম বিভাগে ১৪৪, রাজশাহী বিভাগে ৩৯, রংপুর বিভাগে ৪, খুলনা বিভাগে ৩০, বরিশাল বিভাগে ২৭ ও সিলেট বিভাগে ১০ জন।
২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় হাসপাতালে রোগী ভর্তির হার ১৪ দশমিক ১০ শতাংশ। একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৪৯৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার হার ১২ দশমিক ৮০ শতাংশ।
গতকাল দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬১ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে ৩ হাজার ৮৬৮ জন শনাক্ত হয়েছেন।
এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৮ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।