করোনা পরিস্থিতির মধ্যেই সীমান্তে উত্তেজনা বাড়ছে ভারত ও চীনের। সেইসাথে জটিল হতে চলেছে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক।
এমতাবস্থায় মঙ্গলবার এক বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নিজের সেনার উদ্দেশে জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এসময় প্রশিক্ষণের উপর জোর দেওয়ার কথা জানান তিনি।
গত কয়েক সপ্তাহ ধরে নিয়ন্ত্রণরেখায় চরম উত্তেজনা দেখা গেছে ভারত এবং চীনের সেনাদের মধ্যে। উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের সীমান্তের তিনটি সেক্টরেই। প্রথমদিকে ওয়েস্টার্ন সেক্টরে লাদাখে রাস্তা তৈরি নিয়ে আপত্তি তোলে চীন। অন্যদিকে লাদাখের প্যাঙ্গং লেক, উত্তর সিকিম সীমান্তে ভারতীয় সেনা এবং পিপল’স লিবারেশন আর্মির নিরাপত্তারক্ষীর মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মি এবং পিপলস আর্মি ফোর্সের বৈঠকে জানান দেন দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্বার্থে জটিল পরিস্থিতিকে শক্তহাতে মোকাবিলা করতে হবে। যুদ্ধের জন্য প্রস্তুতি, প্রশিক্ষণ বাড়ানোর কথা বলেন তিনি।
বিষয়টি নজরে রেখে বুধবার সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং তিন সামরিক বাহিনীর কর্তারা। সূত্রে খবর, কূটনৈতিক স্তরে আলোচনা না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসবে না ভারতীয় সেনাবাহিনী।
সুত্র: সিনহুয়ানেট।