ধানমন্ডিতে পাল্টাপাল্টি সমাবেশের ডাক, পুলিশের নিষেধাজ্ঞা


ধানমন্ডিতে পাল্টাপাল্টি সমাবেশের ডাক, পুলিশের নিষেধাজ্ঞা


যুবলীগ ও বিএনপি আজ ধানমন্ডিতে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ২৬ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশ ডেকেছিল। ঠিক এর এক ঘণ্টা আগে দুপুর দুইটায় একই স্থানে যুবলীগেরও একটি সমাবেশ হওয়ার কথা ছিলো।

পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়ায় উভয় পক্ষকেই নিষেধাজ্ঞার বিষয়টি ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া ।

আরও পড়ুন : সোমবার বন্ধ, ঢাকার যেসব এলাকা, মার্কেট ও শপিংমল

তিনি বলেন, বিএনপি ও যুবলীগ পুলিশের কাছে মৌখিকভাবে সমাবেশের অনুমতি নিয়েছিলো। আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে, এমন আশঙ্কায় সভা-সমাবেশ অনুমতি দেয়া হয়নি। মৌখিকভাবেই তাদের সমাবেশে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে ।

ডিএমপি রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এহসানুল ফেরদৌস জানান, একই স্থানে যুবলীগ ও বিএনপি সমাবেশের ডাক দেয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাউকেই সমাবেশের অনুমতি দেয়া হয়নি।