নিজের তৈরি ওষুধেই ফার্মাসিস্টের মৃত্যু


নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি, রোহিঙ্গা কিশোর নিহত


নিজের তৈরি ওষুধ পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন ভেষজ পণ্য প্রস্তুতকারক সংস্থার জেনারেল ম্যানেজার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে।

মৃত সিভানেসন (৪৭) একজন ফার্মাসিস্ট ছিলেন। সিভানেসন সুজাতা বায়োটেক নামে একটি সংস্থার জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সংস্থার মালিকের বাড়িতে নিজের তৈরি করোনার ওষুধ খেয়ে প্রথমে অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার চূড়ান্ত অবনতি হওয়ায় সেখান থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় এই তরুণ ফার্মাসিস্টের।

ওই সংস্থার বেশ কিছু পণ্য স্থানীয় বাজারে ব্যাপক জনপ্রিয়। গত বৃহস্পতিবার নিজের তৈরি করোনার ওষুধ নিজের ওপর প্রয়োগ করেন সিভানেসন। ওষুধ খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

পুলিশের পক্ষ থেকে জানা যায়, সুজাতা বায়োটেকের মালিক ডাক্তার রাজ কুমারের বাসভবনে মর্মান্তিক ঘটনাটি ঘটে। ফার্মাসিস্ট সিভানেসেনের  সঙ্গে ওষুধ তৈরির কাজে ওই চিকিৎসক জড়িত কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।