বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে আবারও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আমেরিকান ক্লাবে এই বৈঠক হয়। এর আগে কয়েক দফায় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস।
এদিন দুপুর ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে মধ্যাহ্নভোজ করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
রাজধানীর বারিধারা রাষ্ট্রদূতের বাসভবনে এ মধ্যাহ্নভোজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল অংশ নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।