ফ্রান্স থেকে ২০ লাখ করোনার টিকা পাচ্ছে বাংলাদেশ


করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে রাশিয়ার ভ্যাকসিনে


ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী জঁ কস্তেক্স বাংলাদেশকে করোনাভাইরাসের ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়ার কথা ঘোষণা দিয়েছেন।

আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক খুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।  গতকাল মঙ্গলবার প্যারিস সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী জঁ কস্তেক্স এ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ক এক যৌথ ঘোষণায় বলা হয়, দুই দেশ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একমত হয়েছে।

এ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিত আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী এক পক্ষের চাহিদা অনুযায়ী অন্য পক্ষ তা সরবরাহ ও সহযোগিতা করবে। দুই দেশ তাদের এই সম্পর্কের একটি কৌশলগত দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে

সহযোগিতার সব বিষয়ে নিয়মিতভাবে রাজনৈতিক আলোচনা আয়োজনের ওপর জোর দিয়েছে।

দুই পক্ষ রাজনীতি, কূটনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ও ফ্রান্স সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতায় জোর দিয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, সৌদি আরবের বাদশাহ সালমান তাঁর ত্রাণ তহবিল থেকে ১৫ লাখ টিকা বাংলাদেশকে দিচ্ছেন।

অন্যদিকে পোল্যান্ড ইউরোপিয় ইউনিয়নের মাধমে বাংলাদেশকে প্রায় ৩৩ লাখ ডোজ করোনার টিকা দিচ্ছে।