বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চেয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বিবৃতিতে বলা হয়, “আমরা বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে এদেশের সাফল্যকে আরও উৎসাহিত করতে আগ্রহী এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।”
বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকার প্রত্যাশা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, “অর্থপূর্ণ অংশগ্রহণ, সমতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অনুসরণীয় মূল্যবোধ ও নীতি হিসেবে আমরা গণতান্ত্রিক শাসনকে সমর্থন ও উৎসাহিত করি।”
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার ওইসব দেশ ও ইইউর ঢাকা মিশনগুলোর এই যৌথ বিবৃতি আসে।
আরও পড়ুন: নির্বাচনে-সব-দায়িত্ব-থাকবে-নির্বাচন-কমিশনের-উপর-ওবায়দুল-কাদের
মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের বিবৃতিতে আরও বলা হয়, “আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে আমরা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন উৎসাহিত করার ক্ষেত্রে গণতন্ত্রের মৌলিক ভূমিকাকে তুলে ধরতে চাই।
“আমরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত স্বাধীনতা উদযাপন করি এবং ঘোষণাপত্রে বর্ণিত বিভিন্ন অঙ্গীকারের মধ্যে স্বাধীন মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন বিষয়ে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের অঙ্গীকার রক্ষার গুরুত্ব তুলে ধরি।”
বিবৃতিদাতা মিশনগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, কানাডা ও অস্ট্রেলিয়া।