করোনা সংক্রমণের মধ্যেই এবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশেপাশে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। এ সময় সতর্কতা জারি করে সেনাবাহিনী।
বুধবার তিনটি কাতিয়ুসা রকেট দিয়ে এ হামলা চালানো হয়েছে। ইরাকের সামরিক বাহিনীর তরফে ওই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা বাগদাদের পশ্চিমাঞ্চল থেকে একটি রকেট লঞ্চার উদ্ধার করেছেন। ওই রকেট লঞ্চারে টাইমার সেট করা ছিল।
তবে এটি কোনো লক্ষ্যে আঘাত হানতে পারেনি। সে কারণে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।