বিজিবি-বিএসএফ সম্মেলন-এ ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক রাকেশ আস্থানা বলেছেন, সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের তৃতীয় দিন রাজধানীর বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে তিনি আরও বলেন, অপরাধীদের কোনো দেশ নেই, সীমান্তের দুপাশেই তাদের অবস্থান।
ডিজি পর্যায়ের ৫০তম এ সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধসহ, মাদক, অবৈধ অস্ত্র ও মাববপাচার রোধে সিদ্ধান্ত হয়। এছাড়া ৮ জন বন্দিকে দ্রুত ফিরিয়ে দিতে সম্মত হয়েছে ভারত।
সীমান্তে যে কোনো ইস্যুতে মানবাধিকারের বিষয়টি প্রাধান্য দেয়াতে দুই দেশ সম্মত হয়েছে। এ সময় বিএসএফ সীমান্ত হত্যা বন্ধে নিশ্চিত করেছে।
জয়েন্ট পেট্রোলিং (যৌথ টহল) এর ব্যাপারে বিজিবি-বিএসএফ সম্মেলন-এ সম্মত হয়েছে।
সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন। ভারতের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা।
চার দিনব্যাপী এই সম্মেলন গত বৃহস্পতিবার (১৭ সেম্পেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।