বিশেষ ব্যবস্থায় খোলা হয়েছে ডেনমার্কের প্রাথমিক বিদ্যালয়গুলো


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমনের কারণে সারা বিশ্বে শিক্ষাপ্রতিষ্ঠাগুলি বন্ধের ঘোষনা করা হয়। এরই মধ্যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে একমাস আগেই খুলে দেওয়া হয়েছে ডেনমার্কের প্রাথমিক বিদ্যালয়গুলো।

ডেনমার্কের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা এই ভাইরাসের ব্যাপারে খুবই আতঙ্কিত ছিলাম।
কিন্তু যখন স্কুল চালু হলো- আমরা নানা ধরনের কাজের মাধ্যমে বাচ্চাদের ভয় কাটানোর চেষ্টা করলাম। তারা আসলেই ভয় পাচ্ছে না।

শিক্ষকরা বলেন, যদি ২০ জন এক ক্লাসে তাহলে তাদেরকে আমরা ছোট ছোট দলে ভাগ করে দিচ্ছি। বিরতির সময়ও যেন এক দলের শিশু অন্য দলে মিশতে না পারে সেটি দেখা হচ্ছে। আমরাও দূরত্ব বজায় রেখে পাঠদান করছি। তাদের কাউকে স্পর্শ করা থেকে বিরত থাকছি।

শিক্ষকরা আরো বলেছেন, শিশুদের মেলামেশার জন্য সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এমনকি বিরতির সময়ও যেন অন্যদের সঙ্গে তারা মিশতে না পারে, সেটি দেখা হচ্ছে। যাতায়াতের পথে বাচ্চাদের মধ্যে দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

এছাড়াও বিদ্যালয়ে থাকা অবস্থায় নির্দিষ্ট করে দেওয়া বাচ্চাদের বাইরে অন্যদের সঙ্গে কেউ যেন যোগাযোগ করতে না পারে, সেই ব্যবস্থাও করা হয়েছে।

সূত্র : ওয়াননিউজ