ভারতে ৬ লাখ ছাড়িয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫ হাজার ২২০ জন।
জানা গেছে, এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৮৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৯ হাজার ৮৯৬ জন।
ভারতে যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে তার মধ্যে ৯০ শতাংশই ১০ মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা ও কর্নাটকের বাসিন্দা।
দিল্লিতে অবশ্য সংক্রমণের হার আগের তুলনায় কমেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, বিশেষজ্ঞরা রাজধানীতে করোনা যে হারে ছড়াবে বলে আশঙ্কা করেছিলেন, তার চেয়ে অনেক কম সংক্রমণ হয়েছে।
লকডাউনে কিছু কিছু ছাড় দেওয়ার পরেই দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত সোমবার কেন্দ্রীয় সরকার ‘আনলক টু’ ঘোষণা করে।
এতে বলা হয়েছে, কেবল কনটেনমেন্ট জোনে কড়াকড়ি এখনও চলবে। সারা দেশে কোথাও স্কুল-কলেজ এখনও চালু হয়নি। মেট্রো পরিষেবা এবং আন্তর্জাতিক বিমানও বন্ধ রয়েছে। যে কোনও বড় জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে।