ভারতের অন্ধ্রপ্রদেশের রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এক শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও প্রায় ৫০০০ বেশি মানুষ। ঘটনাস্থলে গিয়েছে দমকল, পুলিশের বিশাল বাহিনী ও এ্যাম্বুলেন্স।
জানা গেছে বিশাখাপত্তনমের আরআর বেঙ্কটপুরমের এলজি পলিমারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রাসায়নিক প্ল্যান্টে গ্যাস লিক করায় এলাকার মানুষের মধ্যে চোখ জ্বালা ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় বলে জানিয়েছেন স্থানীয় আধিকারিকরা। অসুস্থ হয়ে পড়ায় সাথে সাথে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
গ্রেটার বিশাখাপত্তনম পুরনিগমের তরফে ট্যুইটে জানানো হয়েছে, ‘গোপালপটনমের এলজি পলিমারসে গ্যাস লিকের ঘটনা ঘটেছে। আগাম সতর্কতা নিতে এই অঞ্চলের মানুষদের বাড়ি থেকে বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে।’