এবার মদ্যপান করে বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে ভারতে দিল্লির ঐতিহ্যবাহী কুতুব মিনারকে ঘিরে থাকা দেয়াল হ্মতিগ্রস্থ হয়েছে। এসময় ওই গাড়ির ধাক্কায় দেয়ালের প্রায় ৫০ মিটার অংশ ভেঙে যায়।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
জানা যায় মত্ত অবস্থায় ছিলেন গাড়ির চালক অরুণ চৌহান। দুর্ঘটনায় সামান্য আঘাত লাগে তাঁর। এ ঘটনার পর পুলিশ তাঁকে ধরে নিয়ে গিয়েছে। মেহরৌলি থানায় অভিযোগ দায়ের করেছে ASI। যে পরিমাণ ক্ষতি হয়েছে তা মেরামতের পুরো অর্থ চালককে জরিমানা করার দাবি জানিয়েছে তারা। পাশাপাশি তাঁর কড়া শাস্তিরও দাবি জানানো হয়েছে।
দিল্লির সুপারিনটেনডিং আরকিওলজিস্ট গুঞ্জন শ্রীবাস্তব জানিয়েছেন, ‘এই ঘটনার পর কুতুব মিনারে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে একটি দল মোতায়েন করা হয়েছে। হেরিটেজ সাইটের বাইরে থেকে অবিলম্বে ধ্বংসস্তূপ সরানোর জন্য পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে।’
এই সময়