রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। ৮৪ বছর বয়সী এই নেতা সোমবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, সোমবার মাগরিবের নামাজের অজু করতে গিয়ে লুটিয়ে পড়েন মাওলানা আবদুল লতিফ নেজামী। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দলটির ছাত্র সংগঠন ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম সংবাদমাধ্যমকে জানান, মাওলানা নেজামীর জানাজা মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় নরসিংদীর শিবপুরের মুন্সেফের চর ইটাখোলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাওলানা আবদুল লতিফ নেজামী দুই ছেলে দুই মেয়ের জনক। প্রায় ছয় দশক রাজনীতিতে সক্রিয় ছিলেন আবদুল লতিফ নেজামী। মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।