মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে মাস্ক পড়া অতি জরুরি। এতে সংক্রমণে বাঁধা পায়। সেই মাস্ক পরে সুপারশপে ঢুকতে বলায় কর্মচারীর হাত ভেঙে দিয়েছেন দুই ক্রেতা।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের সান ফারনান্দো ভ্যালিতে এই ঘটনা ঘটছে বলে আজ বুধবার সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।
হামলাকারী ওই দুই ক্রেতার নাম ফিলিপ হ্যামিলটন (৩১) এবং পল হ্যামিলটন (২৯)।
জানা যায়, গতকাল এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করে জানানো হয়েছে, দুইজন ক্রেতাকে মাস্ক পরে কেনাকাটা করতে বলা হয়েছিল।
এরপর তারা বাকবিতণ্ডা শুরু করলে তাদেরকে দোকানের বাইরে যেতে বলায় এক কর্মচারীর হাত ভেঙে দেন তারা। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।