পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। জানা গেছে, মির্জা ফখরুলকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
আরও পড়ুনঃ আপনিও কি অস্বাস্থ্যকর সম্পর্কের শিকার?
মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাতারা বেগম সাংবাদিকদের জানান, পুলিশ প্রথমে বাসার ভেতর এসে কথা বলেন। এরপর তারা চলে যান, কিন্তু বাসার নিচে তাদের উপস্থিতি ছিল। ১০ মিনিট পর আবার বাসার ভেতর এসে মির্জা ফখরুলকে নিয়ে যায় পুলিশ।
এর আগে দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সকাল ৯টার দিকে বিএনপি মহাসচিবের গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির সামনে পুলিশ অবস্থান নেয়।
এদিকে সরকার পতনের একদফা দাবি আদায়ে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।