করোনা শনাক্ত পরীক্ষায় প্রতারণার অভিযোগে আটক জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফ ও তার স্বামী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিএফও) আরিফুল চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবির এক কর্মকর্তা।
মঙ্গলবার (১৪ জুলাই) ডিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এদিকে মঙ্গলবার আরিফুল চৌধুরীকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) ভার্চুয়াল আদালতে ওই রিমান্ড আবেদনের শুনানি হবে।
ডিবির কর্মকর্তা জানান, রিমান্ড মঞ্জুর হলে আরিফ ও সাবরিনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।