দেশে মুজিববর্ষেই সর্বত্র শতভাগ বিদ্যুতায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ইতোমধ্যে দেশের ৯৭ ভাগ বিদ্যুতায়ন হয়েছে এবং বাকিটা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই অর্জন, সম্মানিত গ্রাহকসহ বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সঞ্চালন কার্যক্রমের সাথে জড়িত সবার।
রোববার (১৯ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পের গত অর্থবছরের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।
বর্তমান পরিস্থিতিতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়ন ৯৪ দশমিক ৪০ শতাংশ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা অনেকটাই ভালো। ২০২০-২১ অর্থবছরে অবশ্যই যেন শতভাগ বাস্তবায়ন হয়, সে লক্ষ্যেই নির্ধারিত পরিকল্পনা অনুসারে সবাই আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে।’
বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১০৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ২৪ হাজার ৬২৬ কোটি ৬৫৮ লাখ টাকা। বাস্তবায়ন ৯৪ দশমিক ৪০ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যমান ৮৭ প্রকল্পের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মানদণ্ড অনুসারে ৩৪টি প্রকল্প উচ্চ অগ্রাধিকার, ২৬টি প্রকল্প মধ্যম ও ২৭টি প্রকল্প নিম্ন অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে।
অনলাইন সভায় যুক্ত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মঈন উদ্দিন ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনসহ সংশ্লিষ্ট সংস্থা প্রধানরা।