সিলেটের বিশ্বনাথ উপজেলায় জন্মের দু’মাস ১০ দিনের শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া শিশুটি সেই করোনাভাইরাসে আক্রান্ত ছিল বলে জানা গেছে। মৃত্যুর ছয় দিন পর গেল রবিবার (২১ জুন) তার করোনাভাইরাস শনাক্ত হয়।
মারা যাওয়া শিশুটির নাম প্রান্তি সেনাপতি। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামের বাসিন্দা প্বার্থ সেনাপতির মেয়ে। এই শিশুটিই বিশ্বনাথ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম রোগী।
জানা যায়, ৬ এপ্রিল সিলেট ইউনাইটেড পলি ক্লিনিকে জন্ম হয় প্রান্তির। জন্মের পর নানা শারীরিক সমস্যা দেখা দেয় তার। এক পর্যায়ে টিকাও দেয়া হয় তাকে।
পরে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন মধ্যরাতে তার মৃত্যু হয়।
মৃত্যুর পাঁচ দিন পর ২১ জুন রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা রিপোর্ট পজেটিভ আসে।