আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে তারা যতই মুছে ফেলতে চেয়েছে, ততই তারা নিজেরা মুছে গেছে এবং সংকুচিত হয়েছে।
আজ শনিবার জেলা শহরের টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনকালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাত খুন আর হত্যার রাজনীতির রক্তে রঞ্জিত। তিনি বলেন, ‘জিয়াউর রহমান ১৫ আগস্টের খুনীদের পুরস্কৃত করেছেন, বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছেন। তারা বাংলাদেশের ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে দিতে সর্বাত্মক চেষ্টা করেছে।
মন্ত্রী বলেন, ফখরুল সাহেবের কী খবর ? শুয়ে আছেন টাকার বস্তার ওপর। এই টাকা কোথায় থেকে আসে। আকাশে উড়ে, বাতাসে উড়ে। রংপুরে উড়ে, রংপুরের টাকা বরিশালে উড়ে। টাকা দিয়ে তারা লোক সমাগম করার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ সমবায় গঠনে কাজ করতে যুব সমাজের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, টাকার কথা বলাতে মির্জা ফখরুলের ইজ্জতে লেগেছে। এখন পৈত্রিক সম্পত্তির হিসাব দেওয়া শুরু করেছে। বিএনপি শুধু দূর্যোগের কথা বলে, কিন্তু তারা একটি দূর্যোগ। মহা দূর্যোগের নাম বিএনপি। এই অপশক্তির হাত থেকে দেশকে বাঁচাতে হবে। টেমস নদীর ওপার থেকে ফরমায়েশ আসে, বিএনপির নেতা কর্মীরা খোয়াব দেখছেন। তাদের রঙ্গিন খোয়াব কর্পুরের মত উবে যাবে। হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ২১ আগস্টসহ অন্যান্য হত্যাকান্ডের মাস্টারমাইন্ড। দন্ড নিয়ে, রাজনীতি করবেন না বলে লন্ডনে পাড়ি জমানো তারেক রহমান টেমস নদীর ওপাড় থেকে ফরমায়েশ দিচ্ছেন। কোন দন্ডিত নেতাকে দেশের মানুষ মেনে নেবে না। দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনা কে বাঁচাতে হবে। শেখ হাসিনা বাঁচলেই দেশ বাঁচবে।
ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে গ্রেফতার করলেও হত্যা করতে সাহস করেনি, কিন্তু খুনি খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আর এই হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমান জড়িত। বিএনপির সমালোচনা করে তিনি আরো বলেন, বিএনপি আজ বিদ্যুতের কথা বলে। অথচ তারা ১৭-১৮ ঘন্টা লোডশেডিং দিত। বিদু্যুতের নাম করে খাম্বার ব্যবসা করেছে তারা। তারা সোয়া এক কোটি ভুয়া ভোটার করেছিল আজিজ মার্কা নির্বাচন কমিশন দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। এখন তারা সেই দিবাস্বপ্ন দেখছে।