রবীন্দ্রনাথের নামে ইসরাইলে ঠাকুর সড়ক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশেষ সম্মান প্রদর্শনের জন্য ইসরায়েলে তার নামে রাস্তার নামকরণ করা হলো। কবিগুরুকে বিশেষ সম্মান প্রদর্শনের জন্য তেল আভিভের এক সরণির নাম রাখা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নামে।

কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে সেই আনন্দ সংবাদ প্রকাশ করে ইসরায়েলের দূতাবাস। যার প্রমাণস্বরূপ ছবি দিয়ে একটি টুইটও করা হয়েছে তাদের পক্ষ থেকে।

তার জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে কবিগুরুকে স্মরণ করা হয়। নোবেল কমিটির পক্ষ থেকেও অনন্যভাবে রবিস্মরণ করা হয়।

ভারতীয় উপমহাদেশের বািইরেও কালজয়ী সৃষ্টির জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয়। বিশ্বকবির ১৫৯তম জন্মদিনে আরেকবার তা প্রমাণ হলো।