রাজধানীতে কোটি টাকার ঘড়ি চুরি


ঢাকা, Dhaka District #paperslife


রাজধানীর বারিধারায় এক ব্যবসায়ীর বাসা থেকে চুরি হয়েছিল তিনটি দামি ঘড়ি। মঙ্গলবার রাতে পুলিশ গুলশান ও ভাটারায় অভিযান চালিয়ে এই চোরের দলকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মিজানুর রহমান, উজ্জল মিয়া ও তাজুল ইসলাম ওরফে লিটন। এরা পেশাদার চোর বলে জানিয়েছে পুলিশ।

চুরি হওয়া একটি ঘড়ির দাম সোয়া কোটি টাকা, আরেকটি ৫০ লাখ। তৃতীয় ঘড়িটি ছিল সোনা দিয়ে মোড়ানো।

গুলশান থানার পুলিশ জানায়, গত ৮ জুন গুলশানের বারিধারার পার্ক রোডের একজন ব্যবসায়ীরার বাসায় চুরির ঘটনায় থানায় মামলা করা হয়।

বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে গুলশান থানার পুলিশ মঙ্গলবার রাতে প্রথমে মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ থেকে সহযোগী উজ্জল মিয়া ও তাজুল ইসলাম ওরফে লিটনকে গ্রেপ্তার করা হয়।