রাজশাহী বিভাগে আক্রান্ত-মৃত্যুর শীর্ষে বগুড়া


বগুড়া, Bogura (old name Bogra) District #paperslife


রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ জন। এছাড়া আক্রান্ত হয়েছে্ন  ৪ হাজার ৮৩২ জন এবং সুস্থ হয়েছেন ৮৯৯ জন।

শনিবার (২৭ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগ জুড়ে এ পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে করোনায়। সর্বোচ্চ ৪৭ জন মারা গেছেন বগুড়ায়। সর্বশেষ শনিবারও এ জেলায় চার জনের মৃত্যু হয়েছে।

এছাড়া পাবনায় ৮ জন, রাজশাহীতে ৭ জন, নওগাঁয় ৪ জন, নাটোরে ১ জন ও সিরাজগঞ্জে ৩ জন মারা গেছেন।

এ পর্যন্ত বগুড়ায় মোট ২ হাজার ৬৬৯ জন, রাজশাহীতে ৪৭৪ জন, জয়পুরহাটে ৩২৪ জন, নওগাঁয় ৩২৭ জন, সিরাজগঞ্জে ৩৬১ জন, পাবনায় ৪২৮ জন, নাটোরে ১৫৫ জন ও চাঁপাইনবাবগঞ্জে ৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

রাজশাহী বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৯৯ জন। এরমধ্যে নওগাঁর ২০৫ জন, জয়পুরহাটের ১৩৬ জন, বগুড়ার ৩২২ জন, নাটোরের ৫৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৪ জন, রাজশাহীর ৬৮ জন, সিরাজগঞ্জের ১৮ জন ও পাবনার ৪১ জন করোনা মুক্ত হয়েছেন।