রাশিয়ায় করোনা হাসপাতালে অগ্নিকান্ড


fire @paperslife


রাশিয়ার রাজধানী মস্কোতে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, ওই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছিল। হাসপাতালটিতে ৭০০ করোনা আক্রান্তের চিকিৎসা চলছিল। এর মধ্যে ২০০ জনকে হাসপাতাল থেকে বের করে আনা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম মস্কো টাইমসসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার মস্কোর উত্তরের একটি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবরে বলা হয়ে, প্রথমে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। একতলা থেকে আগুন ছড়াতে শুরু করে। পরে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

এর ফলে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে আগুন লাগার কারণে করোনা আক্রান্ত রোগীদের কোনো ক্ষতি হয়েছে কি-না তা জানা যায়নি।

এদিকে, মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন টুইটারে লিখেছেন, যে সমস্ত রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হবে। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করা হবে বলেও জানান তিনি।