করোনা সংক্রমণের মধ্যেই এবার চাকরি হারিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যের কাভালামে।
জানা গেছে, ভালো একটি তথ্য ও প্রযুক্তি সংস্থায় চাকরি করতেন ২৬ বছরের জিনামুল জোসেফ। তাদের এক কর্মীকে ফোনে জানিয়েছিল যে তাঁর চাকরিটি আর নেই।
এরপর ৭ মে ওই কর্মী আত্মঘাতী হন। বাবাকে তিনি বলেছিলেন, ৬ মে তিনি ফোনটা পান। সে রাতে তাঁদের সাথেই সারেন নৈশভোজ। এরপর বেডরুমে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই যুবতী। সকালে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ।
এ বিষয়ে স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে আমাদের মনে হয়েছে, চাকরি হারানোর পরই অবসাদে আত্মহত্যা করেছেন ওই তরুণী।
লকডাউনের জেরে দেশজুড়ে যে কয়েকশো কর্মীর কাজ গিয়েছে, তাঁদেরই অন্যতম ছিলেন কাভালামের বাসিন্দা ২৬ বছরের যুবতী জিনামুল জোসেফ। তিনি কোনও সুইসাইড নোট রেখে যাননি। জিনার ভাই বলেছেন, ‘জিনার বাবা-মা এ ব্যাপার নিয়ে হইচই হোক এটা চান না। তাঁরা এই জন্য সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলতে চান না।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেছেন, ‘আমরা জানতে পারে যে আমাদের কোম্পানি ছাঁটাই শুরু করেছে। অনেকেই ছাঁটাইয়ের তালিকা তৈরি করছিলেন। এটা খুব নিঃশব্দে হচ্ছিল। কেউ টের পায়নি। কারও চাকরিই নিশ্চিত ছিল না, তাই এর বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াতেও পারেননি।’