শুধুমাত্র আইফোন ১৩-তেই মিলবে যে ফিচার


শুধুমাত্র আইফোন ১৩-এই মিলবে যে ফিচার


আইফোন ১৩ বাজারে আসছে ২৪ সেপ্টেম্বর, প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল-এর নতুন মডেলের এই স্মার্টফোনে ‘পোরট্রেট মোড’-এ ভিডিও করা যাবে, থাকবে ‘ডেপথ অব ফিল্ড’ ইফেক্ট।

এর ‘সিনেমাটিক মোড’ ক্যামেরার ফ্রেমে চলে আসা কোন ব্যক্তিকে আগেভাগেই শনাক্ত করতে পারবে এবং ফোকাস পরিবর্তিত হয়ে সেই ব্যক্তির ওপর চলে যাবে।

তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই যে এটাই একমাত্র স্মার্টফোন, যার মাধ্যমে ভিডিও ধারণের পর ইফেক্ট সম্পাদনা করা যাবে।

অ্যাপলপ্রধান টিম কুক জানিয়েছেন, ক্যামেরা আর ভিডিও ও সম্পাদনা নিয়ে কারসাজি ছাড়া আইফোন ১৩-এ বাকি ফিচার আইফোন ১২-এর মতোই। ফিচারগুলোকে শুধু আপডেট করা হয়েছে।

আইফোন ১৩ এর পাশাপাশি অ্যাপল ১৩ মিনি, প্রো এবং প্রো ম্যাক্স নামে আইফোনের আরো তিনটি নতুন মডেলেও ঘোষণা দিয়েছে। আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্সে তিনটি করে ক্যামেরা রয়েছে। অ্যাপল এই ক্যামেরা সিস্টেমকে বলছে ‘আইফোনের সবচেয়ে উন্নত ক্যামেরা সিস্টেম।’

আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্সের দাম হবে যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার। আইফোন ১৩ এবং মিনি সংস্করণের দাম হবে যথাক্রমে ৭৯৯ ডলার এবং ৬৯৯ ডলার।

ডলার টাকায় কনভার্ট করতে: Converter

নতুন আইফোনে রয়েছে অপেক্ষাকৃত দ্রুত গতির এ১৫ চিপ এবং উজ্জলতর ডিসপ্লে। পূর্ববর্তী মডেলগুলোর চাইতে এর ব্যাটারি স্থায়িত্বও আড়াই ঘণ্টা বেশি হবে। নতুন মডেলটি পাওয়া যাবে গোলাপি, নীল, ‘মিডলাইট স্টারলাইট’ এবং লাল রঙে।

শুধুমাত্র আইফোন ১৩-এই মিলবে যে ফিচার
Apple iPhone 13 Pro Colors; picture: Apple

 

নতুন আইফোনে সর্বোচ্চ ৫০০ গিগাবাইট স্টোরেজের ব্যবস্থা থাকবে। এছাড়া সর্বনিম্ন স্টোরেজের পরিমাণও থাকবে ১২৮ গিগাবাইট, যা এর আগে ছিল ৬৪ গিগাবাইট। নতুন মডেলে আইফোন ১২ এর মত ফাইভ জি সংযোগের সুযোগ রয়েছে।

অ্যাপল দাবি, নতুন আইফোনের অনেক কিছু পরিবেশবান্ধব উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। যেমন- ফোনটির অ্যান্টেনা লাইন প্লাস্টিকের পানির বোতল থেকে তৈরি করা হয়েছে।

এদিকে, অ্যাপলের নতুন মডেলের ফোন যেমন আলোচনায় তেমনি আলোচনা হচ্ছে নিরাপত্তা ত্রুটির খবর নিয়েও।

তবে এর সমাধান হিসেবে গত সোমবারই অ্যাপল একটি নতুন ‘সিকিউরিটি প্যাচ’ অবমুক্ত করেছে যাতে এর আগে অজানা এই ত্রুটিটি সারানো যায়।

কেমন হতে পারে এর চাহিদা:

ব্যবহারকারীদের চাহিদা কেমন, সে বিষয়ে পরিসংখ্যান তুলে ধরেছে বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজ। তাদের মতে, প্রায় ২৫ কোটি আইফোন ব্যবহারকারী গত সাড়ে তিন বছর ধরে তাদের আইফোন আপগ্রেড করেননি।

অর্থ্যাৎ আইফোনের ব্যবহারকারীই নতুন মডেলটি পেতে আগ্রহী হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।