সন্ন্যাসীর আগমন, লকডাউন ভেঙে ভারতে বিশাল জমায়েত


lockdown#paperslife


ভারতের বিভিন্ন প্রদেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়েই চলেছে। এই ভয়াভহতার মধ্যে দিয়ে করোনা সংক্রমণের তোয়াক্কা না করে বড় জমায়েত দেখা গেল মধ্যপ্রদেশে।

মঙ্গলবার মধ্যপ্রদেশের সাগর জেলায় এক জৈন সন্ন্যাসীর আগমন ঘিরে কয়েকশো মানুষের জমায়েত দেখতে পাওয়া যায়। ওই সন্নাস্যী ও তার শিষ্যদের স্বাগত জানানোর কারণে এই বিশাল ভিড় হয়েছে বলে জানা যাচ্ছে।

কয়েক দিন থেকেই দেশের বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব ভাঙার অভিযোগ আসতে থাকে। সামাজিক দূরত্ব ও লকডাউন না
মানলে পরিস্থিতি বুঝে বিশেষ ব্যবস্থা নিতে আন্তঃরাজ্য বিশেষ কেন্দ্রীয় দলও গঠন করা হয়েছে। কিন্তু সেসব বাধা নিষেধের তোয়াক্কা না করেই মধ্যপ্রদেশে এই বিশাল জমায়েত দেখা যায়।

ভারতে যে রাজ্যগুলিতে করোনার সংক্রমন ক্রমেই ভয়াবহ রুপ ধারণ করছে তার মধ্যে অন্যতম এই মধ্যপ্রদেশ।